ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় শিশুদের উচ্ছ্বাস ও হাসি বিশেষভাবে নজর কেড়েছে। সোমবার সকালে শুরু হওয়া এই শোভাযাত্রায় লালবাগ থেকে আগত শিশু বিশাঙ্ক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এবং অন্যান্য শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে যোগ দেয়।
বিশাঙ্কের বাবা জানান, মেলায় ঘোরাফেরা এবং শোভাযাত্রায় অংশ নেওয়া শিশুদের জন্য এক বিশেষ আনন্দের অভিজ্ঞতা। বিশাঙ্ক নিজেও জানান, তার গালে ‘শুভ নববর্ষ’ লেখা এবং চরকি কেনার আনন্দ।
‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন প্রাঙ্গণ অতিক্রম করে পুনরায় সেখানে শেষ হয়।
এ আই/এম.আর