Sunday, April 6, 2025

আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ সরকারের


ঢাকা: সরকার নাগরিকদের ভূমি সেবা সহজতর করতে একটি আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা/ই-খতিয়ানসহ চারটি সেবাকে আন্তঃসংযুক্ত করে একটি সিঙ্গেল সার্ভিস গেটওয়ে তৈরি করা হচ্ছে। এতে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না এবং নাগরিকদের জন্য সেবাগুলো আরও সহজলভ্য হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে ঢাকা জেলার ১৯টি ভূমি সার্কেলে ই-মিউটেশনের উন্নততর ভার্সন এবং সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে। তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা এবং মৌজা ম্যাপ সেবাগুলো অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। এলডি ট্যাক্স সেবাটি সারাদেশে চালু করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকার ভূমিরাজস্ব আদায় সম্পন্ন হয়েছে।

ই-মিউটেশন সেবা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ায় এবং এতে একাধিক সংস্থা ও দফতরের সংশ্লিষ্টতা থাকায় এর পদ্ধতিগত সহজীকরণে আরও পাইলটিং প্রয়োজন। ভূমি সেবা ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি উদ্যোক্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনলাইন ভূমিসেবা আরও সহজলভ্য হবে।

সরকারের এই উদ্যোগ দেশের আদালতগুলোতে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমাতে সহায়ক হবে। বর্তমানে মোট মামলা এবং অপরাধের প্রায় ৭০ শতাংশ ভূমি মালিকানা, দখল, বেদখল, অধিগ্রহণ ও হস্তান্তর কেন্দ্রিক। এমতাবস্থায়, সরকার ভূমি সেবাগুলোকে দ্রুত এবং সহজে নাগরিকদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এআই/টিআর


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.

Banner Ads

ad728