লক্ষ্মীপুরের রায়পুরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মী ও প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, তার স্বামী ছুটি শেষে স্পেনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ৭ এপ্রিল তাকে গুলি ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নার্গিস আক্তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পরিবারের দাবি, ফারুক কবিরাজের অনুসারীরা রমজানে সাইজ উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটায়।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এছাড়া বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ আই/এম.আর
0 coment rios: