যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি এ ঘোষণা দেন। তবে চীনের ওপর শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে।” তিনি আরও বলেন, “একটা সময়ে, আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ‘শোষণ’ করার সময় বিষয়টি আর মানা হবে না।”
বাংলাদেশসহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়ে ট্রাম্প জানান, “৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য, শুল্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য যোগাযোগ করেছে। তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের এই নতুন সিদ্ধান্ত বিশ্ববাজারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা চলছে।
এ আই/এম. আর
0 coment rios: