বাংলাদেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ ডোমেইনে ই-মেইল ব্যবহারের সুযোগ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স ডে-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এখন থেকে ই-মেইল ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার সম্ভব হবে, যা ডিজিটাল অন্তর্ভুক্তির পাশাপাশি মাতৃভাষার প্রসার ঘটাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলা ভাষার ডিজিটাল ব্যবহার বাড়ানো দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
এ আই/এম.আর