দেশের ১০টি অঞ্চলের নদীবন্দরসমূহে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ১৭ এপ্রিল বিকেল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে দমকা হাওয়ার সম্ভাবনায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ আই/এম.আর
#