সর্বশেষ

Saturday, August 2, 2025

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের ৫ তলায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও পাইনি। পরে বিস্তারিত জানা যাবে।”
নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ছাড়ার নির্দেশ

নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ছাড়ার নির্দেশ


ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তার বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) কর্তৃক ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইহুদি ছুটির দিন ও শাব্বাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে সতর্কতায়।

এই পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে ইতোমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমিরাত সরকার অভিযোগ করেছে, আবুধাবির একটি বারে শেলি নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের হামলা, গাজায় চলমান অভিযান এবং আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর ২০২২ সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তবে সম্প্রতি সম্পর্কের টানাপড়েন বেড়েছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে তিনটি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন।
এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে।  

শনিবার সকাল সাড়ে ৯টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এনসিপি সবাইকে এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে। দলটির প্রত্যাশা, ‘ইতিহাসের এই সন্ধিক্ষণে’ সবার সঙ্গে তাদের দেখা হবে।  

এর আগে, গত বুধবার নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সবাইকে সেদিন শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা সেদিন আমাদের সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।”  

আগামীকাল রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্র থেকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি।

শনিবার (২ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সামরিক বিমান সি-১৭ এ করে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশ শনিবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটি অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠানো শুরু হয়। এ পর্যন্ত দফায় দফায় একশরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এই দফায় নতুন করে আরও ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওয়াশিংটনের একটি সূত্র জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তাদের দেশে ফিরতে কিছুটা ভোগান্তি হচ্ছে। এর আগে যারা ফিরেছেন, তাদের কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটে এসেছেন। তবে এই দফায় ফেরত পাঠানো সবাই যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে এসেছেন।
নাগরিকত্ব যাচাই ও নথি জটিলতা: বাংলাদেশ সরকারের সহযোগিতায় আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে। যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করে TP দেওয়া হচ্ছে।
ধর্ষণের অভিযোগে পিএসজি তারকা আশরাফ হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের

ধর্ষণের অভিযোগে পিএসজি তারকা আশরাফ হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের

২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা আশরাফ হাকিমির বিচারের দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। মরক্কোর এই রাইটব্যাক অভিযোগটি অস্বীকার করেছেন।  

নঁতের কৌঁসুলি অফিস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তদন্তে নিয়োজিত বিচারককে এই ধর্ষণের অভিযোগ ফৌজদারি আদালতে তোলার অনুরোধ করা হয়েছে। কৌঁসুলি অফিসের বিবৃতিতে বলা হয়, “নিজের আদেশ কাঠামোর মধ্যে থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তদন্তে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের।”  

অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি হাকিমি অভিযোগকারী নারীকে প্যারিসের উপকণ্ঠে বুলান–বিয়ানকুতে তাঁর বাসায় আসার জন্য ট্যাক্সি ভাড়া দেন। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটি কাটাতে বাইরে ছিলেন। অভিযোগকারী নারী পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। যদিও তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চাননি, কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।  

অভিযোগকারী নারী পুলিশকে জানিয়েছিলেন, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে তাঁর পরিচয় হয়। ঘটনার রাতে তিনি ট্যাক্সি করে হাকিমির বাসায় যান, এবং ভাড়া পিএসজি তারকা নিজেই দেন। তিনি পুলিশকে বলেন, হাকিমি তাঁর সম্মতি ছাড়াই শরীর স্পর্শ করেন এবং পরে ধর্ষণ করেন। পুলিশের একটি সূত্রও এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। নারী এক বন্ধুকে ফোনে খুদে বার্তা পাঠিয়ে আসতে বলেন, এবং পরে সেই বন্ধু তাঁকে নিয়ে যান।  

হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন এএফপিকে বলেন, কৌঁসুলিদের এই সিদ্ধান্ত “মামলার উপকরণের বিচারে বোধগম্য নয় এবং অর্থহীন।” তিনি বলেন, “আমরা শান্ত আছি এবং প্রক্রিয়ার শুরুতে ছিলাম। আমরা অবশ্যই আপিলের সব পথ খুঁজে বের করব।” কোলিন দাবি করেন, হাকিমি “পরিকল্পিতভাবে অন্যায় দাবির শিকার।”  

অভিযোগকারী নারীর আইনজীবী র‌্যাচেল–ফ্লোর প্রাদো বলেন, “এই মামলায় অন্যায় দাবির কোনো আলামত নেই। আমার মক্কেল এই খবরে [হাকিমির বিচারের সম্মুখীন হওয়া] অনেক স্বস্তি পেয়েছেন।”  

গত মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে হাকিমির বড় অবদান ছিল। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় প্রথম গোলটি করেন। ২০২২ বিশ্বকাপে মরক্কোর প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার পেছনেও হাকিমির দারুণ অবদান ছিল।  

Friday, August 1, 2025

মেটা সবার জন্য পারসোনাল সুপারইনটেলিজেন্স তৈরির পরিকল্পনা করছে

মেটা সবার জন্য পারসোনাল সুপারইনটেলিজেন্স তৈরির পরিকল্পনা করছে

মেনলো পার্ক, ১ আগস্ট ২০২৫: মেটা ‘পারসোনাল সুপারইনটেলিজেন্স’ নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করছে, যা প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কাজ করবে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা এমন একটি এআই তৈরি করতে চাই, যা ব্যবহারকারীকে তাদের লক্ষ্য অর্জনে, তারা যা তৈরি করতে চায় তা তৈরিতে, যে অভিজ্ঞতা নিতে চায় তা অর্জনে এবং নিজেকে যেভাবে গড়ে তুলতে চায় সেভাবে সহায়তা করবে।’

অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন কেন্দ্রীভূত এআই সিস্টেম তৈরির দিকে এগোচ্ছে, যা সব কাজ স্বয়ংক্রিয়ভাবে করবে। কিন্তু মেটার দৃষ্টিভঙ্গি ভিন্ন। জাকারবার্গ বলেন, ‘মানুষের স্বপ্ন ও লক্ষ্য পূরণের মাধ্যমে আমরা বিজ্ঞান, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে অগ্রগতি অর্জন করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা জরুরি। আমাদের বিশ্বাস, যে এআই আমাদের চেনে, আমাদের লক্ষ্য বোঝে এবং তা অর্জনে সরাসরি সহায়তা করে, তা সবচেয়ে কার্যকর হবে।’

জাকারবার্গ মনে করেন, ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন আসবে। মানুষ প্রচলিত প্রোডাক্টিভিটি সফটওয়্যারে কম সময় ব্যয় করবে এবং সৃজনশীলতা ও মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে বেশি সময় দেবে। এই লক্ষ্যে মেটা এমন ডিভাইস তৈরি করছে, যা সারাক্ষণ ব্যবহারকারীর সঙ্গে যুক্ত থাকবে এবং আশপাশের পরিবেশ বুঝে কাজ করবে। বিশেষ করে, মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসের মতো এআই-চালিত ডিভাইস, যা ব্যবহারকারীর দেখা ও শোনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে, প্রধান কম্পিউটিং ডিভাইস হতে পারে। মেটার তথ্য অনুযায়ী, ব্যক্তির চাহিদা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এআই ব্যবহারের সুযোগ দিতেই পারসোনাল সুপারইনটেলিজেন্স তৈরি করা হচ্ছে। এর জন্য মেটা ২০২৫ সালে ৬৬০০ থেকে ৭২০০ কোটি ডলার বিনিয়োগ করছে এআই অবকাঠামো, কাস্টম চিপ এবং ডেটা সেন্টার তৈরিতে। মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস নামে একটি ইউনিট গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অ্যালেক্সান্ডার ওয়াং। এই ল্যাব লামা-এর মতো উন্নত এআই মডেল তৈরি করছে, যেখানে ওপেন-সোর্স ও ক্লোজড মডেলের মধ্যে ভারসাম্য রাখা হচ্ছে।
জাকারবার্গ সুপারইনটেলিজেন্স নিয়ে আশাবাদী হলেও নতুন নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছেন। তিনি ঝুঁকি কমাতে কঠোর পদক্ষেপ এবং ওপেন-সোর্সিংয়ে সতর্কতার কথা বলেছেন। তবে, এক্স-এ কিছু পোস্টে মেটার এই প্রযুক্তি নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। কেউ কেউ মনে করেন, এটি বড় ভাষা মডেলের (এলএলএম) ওপর নির্ভরশীল, যা সত্যিকারের বুদ্ধিমত্তার অভাবে হাইপ দ্বারা চালিত এবং স্ক্রিন আসক্তি বাড়াতে পারে। এই উদ্বেগ সত্ত্বেও, মেটার পারসোনাল সুপারইনটেলিজেন্স ব্যক্তিগত ক্ষমতায়নের মাধ্যমে এআই-এর দৈনন্দিন ব্যবহারকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির মধ্যে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য দুঃসংবাদ এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য সিদ্ধান্তের কারণে ব্রাজিলের দর্শকেরা যুক্তরাষ্ট্রে গিয়ে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন। এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত হবে।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে মাত্র ১০ মাস বাকি। এর মধ্যেই বিশ্বকাপ ঘিরে বিভিন্ন উত্তেজনা ছড়াচ্ছে, তবে ব্রাজিলের সমর্থকদের জন্য এই উত্তেজনা এখন নেতিবাচক। সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন, যা বিশ্বকাপের সময়ও কার্যকর থাকতে পারে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্রাজিলের সমর্থকেরা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ান সমর্থকের এই টুর্নামেন্টে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওয়াশিংটন সফরে গিয়ে ব্রাজিলীয় সিনেটররা কঠোর ভিসা শর্তের সম্মুখীন হয়েছেন, যা ইঙ্গিত দেয় যে এই নিষেধাজ্ঞা ইতোমধ্যে শুরু হয়েছে। এই সম্ভাব্য পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ‘রাজনৈতিক নিপীড়নের’ অভিযোগে ট্রাম্পের অসন্তোষ। এছাড়া, ট্রাম্প ব্রাজিলের আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা উত্তেজনাকে আরও বাড়িয়েছে। ফিফা এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে, সিএনএন ব্রাজিল জানিয়েছে, সিবিএফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিষেধাজ্ঞা চূড়ান্ত হলে ব্রাজিল সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে পারে। ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি এবং হলুদ-সবুজ জার্সির সমুদ্র বিশ্বকাপের পরিবেশকে প্রাণবন্ত করে, তবে এই নিষেধাজ্ঞা তা ম্লান করে দিতে পারে।
এর আগে, গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় ও কোচদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি ব্রাজিলের ওপর ভিসা নিষেধাজ্ঞা নিশ্চিত হয়, তবে ইরানের পাশাপাশি ব্রাজিলও বিশ্বকাপে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে।